

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমন্নেছা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
আরো উপস্থিত ছিলেন – মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মো. আরিফুল ইসলাম, ফারজানা জামান, সহকারী শিক্ষক মো. বিলাল হোসেন, মো. শফিউল ইসলাম, জয়শ্রী পাল, মো. ওমর ফারুক, মো. আসাদুজ্জামান রনি, মো. কামরুজ্জামান, শেখ সেলিনা আক্তার, ইসমা জাহান, মো. হাসান প্রামানিক, জাকিয়া সুলতানা, বিদ্যালয়ের গানের শিক্ষক আসাদুজ্জামান মিঠু, তাল যন্ত্র সহযোগী কারিবুল ইসলাম কাজল, বিদ্যালয়ে ষ্টাফ কবির হোসেন, ইসরাফিল হোসেন, সুবর্না পারভীন, সামেলা খাতুন, শাহারা খাতুন।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশ ও জাতীর ভবিষ্যৎ। খেলাধুলা মানুষের মন মানসিকতা বিকশিত করে। তোমরা ক্রীড়া এবং শিক্ষাক্ষেত্রে ভালো অবদান রেখে দেশের মুখ উজ্জ্বল করবে।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।