গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র কুষ্টিয়া শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 কুষ্টিয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ১ ফেব্রুয়ারী-২০২৫বেলা ৩টার সময় কুষ্টিয়া শহরের থানাপাড়া চাঁদ মোহাম্মদ রোডের মতিউর রহমান টাওয়ারের দ্বিতীয় তলায় গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যাবস্থাপক মোঃ হাবিব শরীফ উল্লাহ্। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের ক্যাশ ইনচার্য শাহাদত হোসেন।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকার ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি কোম্পানি সেক্রেটারি বোর্ড এবং কোম্পানি সেক্রেটারি ডিভিশনের মোঃ মনজুর হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম।

 

স্বাগত বক্তব্য রাখেন, যশোর শাখা গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক কামাল হোসেন।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন, জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী স্টাডিজের প্রফেসর মো. আব্দুল্লাহ্ প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *