

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোকারোম হোসেন (৫৫) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকারোম হোসেন রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার বিকয়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।এসময় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পরলে মাইক্রোবাসের নিয়ে চাপা পড়ে।ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেছে। তবে মাইক্রোবাস চালক গাড়িসহ পালিয়েছে।