ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত : উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক :

 

ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, ‘খুনি হাসিনার বাংলাদেশবিরোধী, গণ-অভ্যুত্থানবিরোধী বক্তব্য যে গণক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে।’

তিনি বলেন, ‘সরকার কী করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবেন আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *