Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কিশোরগঞ্জে আবদুল হামিদের বাসায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার আগুন

ডিপি ডেস্ক :

 

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে ভাঙচুর করা হয় বাসাটি। 

বৃহস্পতিবার রাত ৯টার বাসাটি প্রথমে ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অবশিষ্টাংশ এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ছাত্ররা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেন।

বুধবার রাতেও একদফা ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। পরে কার্যালয়টিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেন তারা। একই সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলা হয়।

Exit mobile version