কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। পরে রাত ১২টার পরে আটকদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়।
বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দস্যুতা প্রস্তুতিকালে দশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.