

ডিপি ডেস্ক :
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সোনা জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।
জানা গেছে, আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এ বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।