প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:২৩ পি.এম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ কেজি সোনার বড় চালান জব্দ
ডিপি ডেস্ক :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ কেজি সোনার বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সোনা জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।
জানা গেছে, আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এ সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি সোনার বার ও চারটি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় সাড়ে ১৭ কেজি বলে ওসমানী বিমানবন্দর সূত্র জানিয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.