বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ায় আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ায় সাদিয়া হোমিও হেলথ কেয়ার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও সাফ‘র আয়োজনে এক আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মো. সিহাব উদ্দিন এর সঞ্চলনায় সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা কলেজের প্রফেসর শ্রী অজয় কুমার মিত্র প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা; নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি মো: মুরাদ হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সামছুল আলম লাকী।

এবারের প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক, যা বাংলায় বলা হয়েছে অনন্যতায় ঐক্যতান বা ক্যান্সার থেকে বাঁচতে হলে, জানতে হবে সবাই মিলে।

এই প্রতিপাদ্যকে সামনে বক্তাগণ বলেন, ক্যান্সার থেকে বাঁচতে হলে আগে প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিতে হবে সবাই মিলে। আচরণগত পরিবর্তন, প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ না করা, সুস্থ্য পরিবেশ সংরক্ষণ নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ করা, তামাকজাত দ্রব্য গ্রহণ না করার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলা জরুরী।

দেশে এলোপ্যাথীর পাশাপাশি হোমিওপ্যাথিও ক্যান্সারসহ বিভিন্ন রোগ নিরাময়ে ভূমিকা রেখে চলেছে। আলোচনা শেষে জনসচেতনতার জন্য লিফলেট বিলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *