কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
কুষ্টিয়ার শহরের পিটিআই রোডের বাড়িটিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভাঙচুর করেন তারা।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদের উদ্দেশে ভাষণ দেবেন। আজ রাতে তিনি ভাষণ দিলে কুষ্টিয়ার পিটিআই রোডে হানিফের বাড়িতে যান ছাত্র-জনতা। তারা বাড়িটি ভাঙচুর করতে শুরু করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচারীরা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তারা। এই বাংলায় তাদের ঠাঁই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে।
ওসি শেহাবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় ছিল।
এদিকে, হানিফের বাড়ি ভাঙচুর পরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তার বিলাসবহুল ৭ তলা বাড়ির সামনে মশাল মিছিল করে রাস্তায় আগুন ধরিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ চলে। বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.