Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়াতে ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর ও জেলা শিবিরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত। সকালে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর গেট থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবির।

এ সময় বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবিরের সভাপতি খাজা আহমেদ, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ আলী হাসান সাদ্দাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কে যারা নিষিদ্ধ করেছিল তারাই আজ বাংলার জমিনে নিষিদ্ধ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষ নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে এদেশের অতন্ত্র প্রহরী হয়ে। সে সময় বক্তারা আরো বলেন, প্রয়োজনের শিবির রক্ত আরো দিবে, তবুও এদেশে আর কোন ফ্যাসিবাদী কায়েম হতে দেওয়া যাবে না।

এছাড়াও ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী প্রকাশনা উৎসব করছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রশিবির। সে সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা ও শহর শাখার হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Exit mobile version