মহেশপুর সীমান্তে অর্ধকোটি মূল্যের ক্যান্সারের ওষুধ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাইপথে আনা ক্যান্সারের ওষুধের একটি চালান জব্দ করেছে ৫৮ বিজিবি।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত থেকে সাড়ে ৫৬ লাখ টাকার এসব ওষুধ জব্দ করা হয়।

 

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে পাচারকারীদল বড় একটি চালান আনবে । সে অনুযায়ী সীমান্ত পিলার-৫২/২২-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের সরিষা খেতের মধ্যে হতে অভিযান পরিচালনা করে। সেসময় মালিক বিহীন অবস্থায় ১০,১১০ পিচ বাংলাদেশি বিভিন্ন প্রকার ক্যান্সার রোগের ঔষধ ভারতে পাচারকালে উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ঔষধ এর আনুমানিক মূল্য-৫৬,৪৭,৮০০/- (ছাপ্পান্ন লক্ষ সাতচল্লিশ হাজার আটশত) টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *