কুষ্টিয়ায় বিদ্যার দেবী সরস্বতী পূজা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

পূজা উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়ার ফাল্গুনী সংঘসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

 

হিন্দু শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। এদিন সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শিশুদের শিক্ষাদানে হাতি খড়িও দেওয়া হয়। পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণর ও ভক্তি আরাধনার মধ্য দিয়ে কুষ্টিয়ার সরস্বতী পূজা মণ্ডপগুলো মুখর হয়ে উঠেছে। পূজা মণ্ডপগুলোতে রয়েছে দর্শনার্থীদের পদচারণা। ভক্তরা মায়ের কাছে আগামীদিনগুলির মঙ্গল কামনা ও পড়ালেখা ভাল হয় সে প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *