Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহে চলন্ত বাসে আগুন, অর্ধ-শত যাত্রী অল্পের জন্য রক্ষা

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধ-শতক যাত্রী।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটির সাইলেন্সার অংশ থেকে আগুন ধরে যায়। মুহূর্তে মধ্যে দাউ-দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাস থেকে দ্রুত যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়া রক্ষা পায় তারা।

 

ঝিনাইদহ শৈলকূপা ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শুনেই সেখানে আমরা পৌঁছাই। তবে এলাকায় পানির স্বল্পতা থাকার কারণে কাজে কিছুটা বেগ পেতে হয়। মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্ট সার্কিট লেগে এমনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি ।

 

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি । যাত্রীরা বড় দুর্ঘটনার আগেই বাস থেকে নেমে পড়েছে । প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান । আগুন নেভানোর শেষ পর্যায়ে ঝিনাইদহ থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে যুক্ত হয় ।

Exit mobile version