রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক বালা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে পাংশা উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা,৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৪টি পটকা, ১টি হকি স্টিক এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে মূলত নদী পথে দলবল নিয়ে ডাকাতি করে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ফারুক তার দলবল নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন।অন্যরা পালিয়ে গেলেও ফারুক যৌথ বাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার হয়।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, নৌ-পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। এছাড়াও গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা আছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.