

অনলাইন ডেস্ক :
ইরানে তীব্র শীতের কারণে জ্বালানি সংরক্ষণের জন্য কর্তৃপক্ষ রবিবার কমপক্ষে ১০টি প্রদেশের স্কুল এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
গত কয়েকদিন ধরে দেশটির উত্তরাঞ্চলে হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। যার ফলে জ্বালানি খরচ বেড়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, রবিবার সকল সরকারি অফিস এবং স্কুল বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য দূরবর্তী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।”
১০টি প্রদেশের মধ্যে রয়েছে পশ্চিমে লোরেস্তান, পূর্বে সেমনান এবং উত্তরে গিলান।
শনিবার একই ধরণের পদক্ষেপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ চরম আবহাওয়ার কারণে ২০টিরও বেশি প্রদেশে বন্ধের নির্দেশ দেয়।
রাজধানী তেহরানেও শনিবার এসব প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু রবিবার ইরানে তুষারপাত সত্ত্বেও পুনরায় কাজ শুরু করা হয়েছিল।
শনিবার থেকে রবিবার রাতভর তেহরানের কিছু এলাকায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে শহরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
ফেব্রুয়ারিতে তুষারপাত তেহরানের জন্য অস্বাভাবিক নয়। রবিবার ইরানের বেশিরভাগ অংশে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়।
আইআরএনএ জানিয়েছে, ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতেই এই পরিস্থিতির কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। যার বড় প্রভাব উত্তর ও পশ্চিমে পড়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের আগামী ২৪ ঘণ্টার জন্য এই অঞ্চলগুলিতে ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। আইআরএনএ অনুসারে, রবিবার কমপক্ষে ১৯টি প্রদেশে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে গেছে।
তীব্র আবহাওয়া এবং জ্বালানি ঘাটতির কারণে ইরান প্রায়ই শীত মৌসুমে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়।