হামজাকে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

 

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। তাকে রেখেই আজ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজার সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও। ইতালি ফুটবলের চতুর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। আজ ঘোষিত স্কোয়াডে এমনটাই জানিয়েছে বাফুফে।

হামজাকে জাতীয় দলের জার্সিতে দেখার স্বপ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আগামী ২০ মার্চ ঢাকায় আসার কথা তার। যদিও ২৮ ফেব্রুয়ারি থেকে হাভিয়ের কাবরেরার অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আধিক্য বসুন্ধরা কিংসের ফুটবলারদেরই। দ্বিতীয় সর্বোচ্চ আটজন জায়গা পেয়েছেন আবাহনী থেকে। মোহামেডানের আছেন ছয় জন, তার মধ্যে দুজনই গোলরক্ষক। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ না খেললেও কাবরেরার স্কোয়াডে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচটি আগামী ২৫ মার্চ হবে। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ এবং সাকিব আল হাসান।

ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান, শান্ত।

মিডফিল্ডার : মো. হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী।

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, রাব্বি হাসান রাহুল, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মো. ইব্রাহিম, আরিফ হোসাইন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *