খুলনায় হাত-পা কাটা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ডিপি ডেস্ক :

 

আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই খুলনায় আবারও মিলল হাত-পা কাটা এক ব্যক্তির ঝুলন্ত লাশ। নিহত ব্যক্তির নাম মো. সোহেল রানা (৩২)। তিনি খুলনা সদর থানাধীন ১৬৮ নম্বর বুড়ো মৌলভীর দরগাহ মেইন রোডস্থ আশরাফুলের বাড়ির ভাড়াটিয়া। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে যখন লাশটি উদ্ধার হয় তার ঘণ্টাখানেক আগেই শেষ হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা।

খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের এ সভায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই মূল লক্ষ্য বলে ঘোষণা দেওয়া হয়। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, বুড়ো মৌলভীর দরগাহ রোডের ওই বাড়ি থেকে সোহেল রানা নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত সোহেল রানার বাবার নাম মৃত আশরাফ শেখ এবং মাতা জয়নাব বিবি।

তিনি বরিশালের বন্দর থানাধীন চড়াইচার স্থায়ী বাসিন্দা। তার স্ত্রী শারমিনের সঙ্গে শনিবার দিবাগত রাতে রাত্রিযাপন শেষে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসার দেখানোর কথা বলে ঘর থেকে বের হন। পরে তার মোবাইল বন্ধ পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার শয়নকক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে তার কপালে, হাতে এবং পায়ে ধারাল অস্ত্রের কাটা দাগ দেখা যায়।
এসময় সংশ্লিষ্ট ঘরসহ রান্নাঘর এবং ডাইনিং রুমেও প্রচুর রক্ত দেখা যায়। এ ছাড়া ঘরের ফ্লোরে ও রান্নাঘরের বেসিনের মধ্যে দুটি ছুরি পাওয়া যায়। 

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোহেল রানা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সেখানে থাকাকালীন বড় ভাই খোকনের কাছে টাকা পাঠিয়েছেন।ওই টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *