

ডিপি ডেস্ক :
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে যখন লাশটি উদ্ধার হয় তার ঘণ্টাখানেক আগেই শেষ হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, বুড়ো মৌলভীর দরগাহ রোডের ওই বাড়ি থেকে সোহেল রানা নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত সোহেল রানার বাবার নাম মৃত আশরাফ শেখ এবং মাতা জয়নাব বিবি।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সোহেল রানা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সেখানে থাকাকালীন বড় ভাই খোকনের কাছে টাকা পাঠিয়েছেন।ওই টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হচ্ছিল।