

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গত শনিবার রাত থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে দুই ছাত্রলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।