প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৮:০২ পি.এম
অপারেশন ডেভিল হান্ট : রাজবাড়ীতে গ্রেপ্তার ৩
রাজবাড়ী প্রতিনিধি :
অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) এই তিনজন ছাড়াও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গ্রেপ্তাররা হলেন পাংশার নারায়নপুর গ্রামের মো. নজরুল কাজীর ছেলে ও পাংশা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলাম ওরফে বাবু (৩৮), পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে ও পাংশার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নয়ন শেখ (৪০) এবং পাংশার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও পাংশার বাবুপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন (৩৪)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, রবিবার ভোরে পাংশা পৌরসভার মৈশালা বাজারের বিদ্যুৎ অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়াগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ।
সেসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ১৫-২০ জন পালিয়ে যায়।
তিনি আরো জানান, ওই সময় তল্লাশি করে ৩০ পিচ লিফলেট, ১০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
তিনি বলেন, গ্রেপ্তাররা সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল, সাবেক পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ অন্যান্যদের নির্দেশে ওই লিফলেট বিতরণ করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.