Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি :

 

গাজীপুরে ধীরাশ্রম এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপরে হামলার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। 

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় কুষ্টিয়া বড়বাজার এলাকা থেকে একটি মশাল মিছিল বের করে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

 

এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। 

 

মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেন। 

 

উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভ জানাতে শহরের প্রধান সড়ক অবরোধ করে তারা সমাবেশ করেন। 

 

বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান গতকালকের ঘটনায় দ্রুতত বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ছাত্র-জনতা অবরোধ প্রত্যাহার করে চলে যায়।

Exit mobile version