কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নানান রকমের সমীকরণ। রাজনীতির মাঠে চলছে নিত্যনতুন সব কার্যক্রম। রাজনৈতিক দলগুলোও তাদের জনপ্রিয়তা বাড়াতে গ্রহণ করছে নানারকম পদক্ষেপ।

 

রাজনীতির মাঠে সুবিধাজনক স্থান তৈরির নিমিত্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশজুড়ে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। প্রার্থীরা যেন আরও বেশি পরিমাণে জনবান্ধব ও জনপ্রিয় হয়ে ওঠার জন্য পর্যাপ্ত কাজ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই নাম ঘোষণা।

 

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার চারটি আসনেও জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। জামায়াত মনোনীত এই চারজন প্রার্থীরা হলেন-কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোঃ আব্দুল গফুর। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ। কুষ্টিয়া-৩ (সদর) আসনে অধ্যাপক ফরহাদ হুসাইন। কেন্দ্রীয় শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোঃ আফজাল হোসাইন। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ।

 

রবিবার মাগুরার এক সভায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

 

প্রার্থীদের নাম ঘোষণা শেষে তিনি উপস্থিত সকলের প্রতি নির্বাচনী দিকনির্দেশনা দেন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আল্লাহর সাহায্য প্রার্থনা করার মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *