Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পুলিশ পরিচয়ে সংখ্যালঘুর ঘরে ডাকাতি ও অগ্নিসংযোগ

ডিপি ডেস্ক :

 

ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ভোর রাতে ৫ জন লোক নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে চন্দ্রন কুমার করের ঘরে প্রবেশ করেন। ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে তারা দরজা খুলতে বলে। গৃহকর্তা থানায় ফোন করার কথা বললে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

 

চন্দ্রন কুমারের স্ত্রী রুমা কর বলেন, পুলিশ পরিচয় দেয়ায় আমরা ঘরের দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। মারধর করে চাবি নিয়ে তারা আলমারিতে থাকা নগদ ২৭ হাজার টাকা ও প্রায় দুই ভরি ওজনের গহনা দিয়ে যায়।

 

ডাকাতের হামলায় তিনি বলেন, তার ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version