অনলাইন ডেস্ক :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সুনীল অর্থনীতি কেন্দ্রিক কার্যক্রমের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষে কোস্টগার্ডের সর্বস্তরের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদারের গুরুত্ব বিবেচনায় ১৯৯৪ সালে ‘গার্ডিয়ান অ্যাক্ট সী’ মূলমন্ত্র নিয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এ সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দুঃসাহসিক আত্মত্যাগ, ধৈর্য এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘একই সঙ্গে দেশপ্রেম, আন্তরিকতা, সাহসিকতা, অবিচল আস্থা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সকল স্তরের সদস্যগণ এ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সদা তৎপর থাকবে বলে আমার বিশ্বাস।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আশা করি এ বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সকল প্রচেষ্টা চলমান থাকবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’
তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উপলক্ষে নেওয়া সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.