Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ডোনাল্ড ট্রাম্পের আগে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক :

 

যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সে এআই সামিটে যোগ দেওয়ার পর সেখান থেকে বুধবার রাতে তিনি ওয়াশিংটনে যান। সেখানে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা।

তবে তার আগে তিনি মার্কিন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনার আগে টেসলা এবং স্পেসএক্স প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদি এবং ইলন মাস্ক একাধিকবার দেখা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে একটি সফরের সময় সান জোসে টেসলা কারখানা পরিদর্শন করেছিলেন। সেসময় টেসলার সিইও মোদিকে কারখানা ঘুরিয়ে দেখান। 
 
তবে মোদি-মাস্কের আসন্ন বৈঠক এবার ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইলন মাস্ক ২০১৫ সালের পর দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, যখন তিনি ডেমোক্রেটিক পার্টির সমর্থক ছিলেন। কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন।

এদিকে, নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।
 
এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সাথে দেখা করেছেন এবং সন্ত্রাসবাদ ও উদীয়মান হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সূত্র: এনডিটিভি

Exit mobile version