নাটোর প্রতিনিধি :
নাটোরে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে প্রদীপ দত্ত নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মেয়াদোত্তীর্ণ ৩০ বস্তা ইরাকি খেজুর জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও জেলা কৃষি বিপন্ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সমন্বয়ে গঠিত জেলা টাস্ক ফোর্সের উদ্যাগে বৃহস্পতিবার দুপুরে নাটোর সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোল্ড স্টোরেজে মেয়াদোত্তীর্ণ ৩০ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় খেজুরের মালিক প্রদীপ দত্তকে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দের পর তা ধ্বংস করা হয়। এছাড়া তাকে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের এবং ভেজাল খাদ্য সংরক্ষণ, বিক্রয় ও বিপণন না করার জন্য সতর্ক করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.