Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবের জানালা ভেঙে ১৪টি ল্যাপটপ চুরি

ডিপি ডেস্ক :

 

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই চুরি হয় বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাইদুন্নেছা জানিয়েছেন।

তিনি জানান, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের পিছনের জানালা ভেঙে গ্রীল কেটে চোর প্রবেশ করেছে। পরে ল্যাবে থাকা ১৪ ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তারক্ষী মো. শাহজাহান হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদারকে আটক করেছে।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ চুরি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন আটক করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে মামলা করেছেন।

Exit mobile version