

অনলাইন ডেস্ক :
উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করতে উদ্যোগ নেয়া হবে।’ এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াসহ ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ১০ মিনিটে ৩০ দিনের জন্য ওয়ান অ্যারাইভ্যাল ভিসা পাবেন। যার জন্য কার্ড এবং ক্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।