

অনলাইন ডেস্ক :
ইজতেমার নিয়মিত বয়ান ছপিয়ে এখন শবে বরাতের বয়ান চলছে। সারারাত বয়ান শেষে সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করবেন লাখো মুসল্লি এক সাথে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ ফজর নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অনুষ্ঠিত হয়েছে পবিত্র জুমার বড় জামাত।
সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম কালের কন্ঠকে বলেন, আজ সকাল সোয়া আটটায় মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে পৌঁছেছেন। আজকে বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেছেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
শনিবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ, তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব। বাদ জোহর বয়ান করবেন আরবের মেহমান, বাদ আসর বয়ান করবেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদের বলে জানিয়েছেন মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ওসামা ইসলাম।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছেন।