

অনলাইন ডেস্ক :
তিনি বলেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
টানা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।
শিক্ষার্থীদের আন্দোলনে গত জুলাই ও আগস্টে শেখ হাসিনার প্রশাসন ও তার সমর্থকদের হাতে আনুমানিক ১,৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হন। এরপর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন তিনি।
তিনি আরো বলেন, এই প্রতিবেদন তাদের কর্মকাণ্ডের একটি দলিল। জাতিসংঘ এই বিষয়টি নথিভুক্ত করেছে এবং শেখ হাসিনা এবং তার সরকার ও তার ঘনিষ্ঠ সমর্থকরা দেশের মানুষের সঙ্গে যা করেছে, আমাদের কাছে তার সমস্ত প্রমাণ রয়েছে।