

ফরিদপুর প্রতিনিধি :
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উরস উপলক্ষে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, সদরপুরের আটরশি গ্রামের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভক্তরা এসে তাঁবু স্থাপন শুরু করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক মহাসড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে লাখো আশেকান জাকেরানরা সমবেত হচ্ছেন।
বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। এখানে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদানরা এ বছরের ওরসে অংশ নিবেন।
জানা যায়, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন।