কুষ্টিয়ার মিরপুরে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

 মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে অপারেশন ডেভিল হান্টে পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন¬- মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তেঘরিয়া এলাকার বেনজির আহমেদ পলাশ, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুশা, কুর্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পোড়াদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজরাহাটি এলাকার বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন দুলাল ও মিরপুর পৌরসভার আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক পল্টু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গতরাতে নাশকতার প্রস্তুতিকালীন সময়ে আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অনেকেই পালিয়ে যায়। তবে বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মিরপুর থানায় একটি নাশকতার মামলায় আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *