Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে রাজু হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তবে কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, এখনো তা জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা  আমার সংবাদকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

Exit mobile version