Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন থেকে লাশ উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুর রেললাইন থেকে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলার মিরপুর রেলওয়ে স্টেশন ও রেল ব্রিজের মাঝামাঝি স্থানে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে বিষয়টি জানাজানি হলে রেলওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদরগা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, সাগরদাঁড়ি এক্সপ্রেসে কাটা পড়ে বয়স্ক ব্যক্তিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শীল থেকে নিম্নগামী হবে।

Exit mobile version