কুষ্টিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গ্রামের প্রধান ও মিয়াজী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। 

কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন কুমার মন্ডল বলেন, ‍সরকারি বরাদ্দের তিন একর সম্পত্তির বড় একটি অংশ এতদিন প্রধান গোষ্ঠীর নুরুলদের দখলে ছিল। সম্প্রতি ওই সম্পত্তি একই এলাকার আলমগীর-ইউসুফদের পক্ষে আদালতের রায় হয়। রায় অনুযায়ী আজ সকালে আলমগীর ইউসুফ ও আরিফ জমির দখল বুঝে নিতে গেলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে আটজন আহত হন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে প্রধান গোষ্ঠীর পক্ষে বুড়িমারা গ্রামের মনু হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন, আলাল প্রধান, মনির হোসাইন ও নুরুল এবং মিয়াজী গোষ্ঠীর আরিফ হোসেন, আমিরুজ্জান মিয়াজি, আলমগীর ও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান শিহাব বলেন, জমির দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *