রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
বুধবার (১২ জানুয়ারি) উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে সুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)।
এ ঘটনায় রিফাত (১৭) নামের এক তরুণ আহত হয়েছেন। আহত রিফাত উপজেলার সরিষ ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন বলেন, আমি রুপিয়াট মোড়ে বসেছিলাম এসময় শুভ ও তার বন্ধু সহ তিন জন একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছি। রুপিয়াট মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় শুভ ও তার বন্ধু সহ মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.