রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম (৬০) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় জেলে ছিলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম ।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
হাজতী আলেয়া বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি মাদক মামলার আসামি হয়ে জেল খাটছিলেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ আলেয়ার বুকে ব্যথা উঠলে জেল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ রাজবাড়ীর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.