Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসালামীর কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

 

১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর হাই স্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দৌলতপুর জামায়াতের আমীর ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মোহা. বেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জোয়াদ্দার ও কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি খাঁজা আহমেদ।

 

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল নোমান, সহ-সাধারণ সম্পাদক মোহা. এনামুল হক মাস্টার সহ স্থানীয় জামায়াতের কর্মী মিজানুর রহমান রিংকু, রাশেদুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান বুলবুল।

 

প্রধান অতিথি কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই জামায়াত কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কর্মী সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোহা. ফজলুল করিম।

Exit mobile version