

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বরযাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। আহতদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানায় সার্জেন্ট মামুন বলেন, একটি বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।