র‌্যাব-১২ এর অভিযানে ১০১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি :

র‌্যাব-১২সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে মাদকদ্রব্যপরিবহনকালে ১০১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০১টি কাভার্ডভ্যান জব্দ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৭ ফেব্রæয়ারি ২০২৫ খ্রিঃ, রাত ২০.৫৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় ১০১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০১টি কাভার্ডভ্যান এবং নগদ ৩৫,০০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রাশেদুল ইসলাম (৪১), পিতা- মৃত তাজের মন্ডল, সাং- হুদোরাজাপুর, ২। মোঃ শাহ্ আলম (২৭), পিতা- মোঃ হাসান আলী, সাং- জগমোহনপুর, উভয় থানা- কোতয়ালী, জেলা- যশোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *