কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে নারীর শ্লীলতাহানির চেষ্টা, মারধর

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোড়াদহ বাজারে মেহেদী ফাতেমা বস্ত্রবিতানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবু জাফর মিরপুর উপজেলার কাটদহ গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে ও মেহেদী ফাতেমা বস্ত্রবিতানের মালিক। নারীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

ভিডিওতে দেখা যায়, এক নারীর হাত ধরে রেখেছেন আবু জাফর। এ সময় তিনি কর্মচারীকে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বলেন। কিন্তু, ওই নারী বার বার বলেন, আমি আর করব না; এবারের মত ক্ষমা করে দেন। আমার সংসার ভেঙে যাবে। অনেক অনুরোধ করা স্বত্বেও আবু জাফর তার গায়ের ওড়না কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর সবার সামনে মারধর করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে আবু জাফর বলেন, প্রতিদিন দোকানে চুরি হচ্ছে। শনিবার দুপুরে ওই নারীকে চুরির মালামালসহ হাতেনাতে আটক করা হয়। পরে সামান্য মারধর করে ছেড়ে দিই।

 

এলাকাবাসী বলছেন, পুরুষ হয়ে এক নারীকে মারধরের বিষয়টি ন্যক্কারজনক। ওই নারী যদি সত্যি চোর হয়ে থাকেন, তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত ছিল।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। বিষয়টি ন্যক্কারজনক। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *