রাজবাড়ী প্রতিনিধি :
বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে এরশাদকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এরশাদ রাজবাড়ীর আলীপুরের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।
মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে (এরশাদ) গ্রেফতার করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.