কুষ্টিয়ায় মহাশ্মশান কমিটির আয়োজনে স্বর্গীয় মহাশয়গণের প্রয়াণে স্মরণসভা

সজীব নন্দী (কুষ্টিয়া ) :

 

কুষ্টিয়ায় মহাশ্মশান কমিটির আয়োজনে স্বর্গীয় মহাশয়গণের প্রয়াণে স্মরণসভা  ও নবনির্মিত মহাকালের প্রতিমা সহ স্বর্গ দুয়ার উদ্বোধন।

কুষ্টিয়া মহাশ্মশান কার্যনির্বাহী পরিষদের সভাপতি স্বর্গীয় নরেন্দ্রনাথ সাহা উপদেষ্টা, স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ ও মহাশ্মশান হোমিও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি স্বর্গীয় মনিন্দ্র নাথ চক্রবর্তী {নারায়ণ} মহাশয়গণের প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত।

গতকাল ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তেরো ফাল্গুন ১৪৩১ বাং বুধবার, বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন স্বপন কুমার ঘোষ ভারপ্রাপ্ত সভাপতি, মহাশ্মশান কমিটি, কুষ্টিয়া ও পরিচালনায় স্বপন কুমার দে সাধারণ সম্পাদক, মহাশ্মশান কমিটি কুষ্টিয়া।

মহাশ্মশান কমিটির সাবেক  মহাশয়গণের প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিনাল কান্তি সাহা, যুগ্মসাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, বিপ্রজিত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রবোধ কুমার পাল, অশোক কুমার নন্দী, সজীব নন্দী, সাংবাদিক সুজন কুমার কর্মকার , এই সময় আজীবন সদস্যবৃন্দ ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া মহাশ্মশান  নবনির্মিত মহাকালের প্রতিমা সহ স্বর্গ দুয়ার উদ্বোধন 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *