Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

প্রথম ইলেকট্রিক সুপারকার ল্যাম্বরগিনি

অনলাইন ডেস্ক : ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি। বিশ্বের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি বাজারে আনল তাদের প্রথম ইলেকট্রিক সুপারকার। ল্যাম্বরগিনি সিয়ান নামের এ সুপারকারে সুপারক্যাপাসিটর-ভিত্তিক ইলেকট্রিক সিস্টেমের ভি১২ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় এ ইঞ্জিনের শক্তি কয়েকগুণ বেশি। আর এতে আছে টাইটেনিয়ামের ভালভ।

শুধু তাই নয়। এছাড়া, ইঞ্জিন ও ৪৮ ভোল্টের মোটর মিলে প্রায় ৮০৮ অশ্বশক্তি (হর্সপাওয়ার) তৈরি করবে। ল্যাম্বরগিনির তৈরি এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন।

পরিবেশবান্ধব এই বিলাসবহুল গাড়িটি মাত্র ২.৮ সেকেন্ডে শূন্য থেকে একশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ ওঠাতে সক্ষম বলে জানা গেছে।

সম্প্রতি দৃষ্টিনন্দন এ সুপারকারটি জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট আন্তর্জাতিক মোটর শোতে দেখানো হয়েছে।

প্রতিষ্ঠানটির তৈরি অন্য গাড়িগুলোর মতোই সিয়ান নামের এ সুপারকারের ডিজাইনও অত্যন্ত দৃষ্টিনন্দন। গাড়িটির ভেতরের অংশ তৈরি হয়েছে জেটবিমানের ককপিটের আদলে। আর কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে বডি।

ল্যাম্বরগিনি সিয়ানের দাম ধরা হয়েছে ২ দশমিক ২ মিলিয়িন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬৫ লাখ টাকা।

মূলত ধনীদের জন্য তৈরি ল্যাম্বরগিনি সিয়ানের স্টক খুবই সীমিত। মাত্র ৬৩টি গাড়ি তৈরি হবে। অর্ডার করলে ক্রেতার পছন্দ মতো বিশেষ সুবিধাও যোগ করা হবে প্রতিষ্ঠানটির প্রথম ইলেকট্রিক সুপারকারে।

Exit mobile version