অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক :

 

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার বিকাল পর্যন্ত এই অভিযানে মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেফতার করা হলো।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার বিকাল থেকে আজ বিকাল) আরও ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি কাঠের বাঁটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২টি গুলি ও ১টি মালবাহী ট্রাক।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *