

কুষ্টিয়া প্রতিনিধি : আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পোড়াদহ শাখা কুষ্টিয়ার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষন কর্মসূচী- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইসলামী ব্যাংক পোড়াদহ শাখার হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক লিমিটেড যশোর জোন যশোরের মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের পিভিপি আনিসুর রহমান । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোড়াদহ শাখার ব্যাবস্থাপক গোলাম মাছুদ।
অনুষ্ঠানে কেন্দ্র আলোচনাই বলেন, আজ এই ব্যাংকের সদস্য হতে পেরে আমরা এখন সাবলম্বী এবং উদ্যেগতা গ্রহন করে বেকার সংস্থা দূর করতে পেরেছি উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত শাখার কর্মচারী ও গ্রাহকবৃন্দরা।