চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষের সনদ ছাড়া সেমাই তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজার ও দৌলতদিয়ার এলাকায় বাজার তদারকি করা হয়। এসময় শহরতলী দৌলতদিয়ার এলাকার মো. মইনুল হকের মেসার্স হক ব্রাদার্স নামের সেমাই কারখানায় গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। একই সাথে ওই প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের সনদগ্রহণ ছাড়ায় সেমাই উৎপাদন করছেন বলে প্রমাণিত হয়। এতে ওই প্রতিষ্ঠানের মালিক মইনুল হকের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *