কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সকল ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষিত হয়
হেলাল উদ্দিন, দৌলতপুর থেকে।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক প্রকৌশলী মোঃফারুক উজ্জামান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব এ্যাডঃমোঃ হাসানুল আসকার হাসু, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব রাশেদুল ইসলাম (বিপ্লব), জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ লিয়াকত আলী।
এসময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান। সেই সঙ্গে আগামী জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সেপ্টেম্বরের মধ্যেই উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশনা দেন নেতারা।
সভাশেষে দৌলতপুর উপজেলার প্রতিটা ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
নিম্নে প্রতিটা ইউনিয়নের সম্মেলনের তারিখ দেওয়া হলো:-
১নং প্রাগপুর ইউনিয়নে আগামী ৭/১০/১৯ ইং ২নং মথুরাপুর ইউনিয়নে-১২/১০/১৯ইং ৩নংফিলিপনগর ইউনিয়নে-১৪/১০/১৯ইং ৪নং মরিচা ইউনিয়নে-১৫/১০/১৯ইং ৫নং রামকৃষ্ণপুর ইউনিয়নে-১৬/১০/১৯ইং ৬নং চিলমারি ইউনিয়নে-২৬/১০/১৯ইং ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নে-৮/১০/১৯ইং ৮নং পিয়ারপুর ইউনিয়নে-৯/১০/১৯ইং ৯নং রিফাইতপুর ইউনিয়নে-১৭/১০/১৯ইং ১০নং দৌলতপুর ইউনিয়নে-১৮/১০/১৯ইং ১১নং আদাবাড়ীয়া ইউনিয়নে-১৯/১০/১৯ইং ১২নং বোয়ালিয়া ইউনিয়নে-২৫/১০/১৯ইং ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নে-২৪/১০/১৯ইং ১৪নং আড়িয়া ইউনিয়নে-২৩/১০/১৯ইং তারিখে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও উপজেলার ১৪ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সপস্থিত ছিলেন।