কুষ্টিয়া প্রতিনিধি :
প্রশাসনের করা নিরাপত্তা ও আইনজীবীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৪৬০ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৭ টি পদের বিপরীতে ৪৭জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
সভাপতি পদে ৬জন প্রার্থী লড়ছেন, এরা হলেন, এডভোকেট মাহতাব উদ্দিন ( বিএনপি) অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ (বিএনপি), শেখ মোহাম্মদ আজিজুর রহমান (জামায়াত), হারুন অর রশিদ (আওয়ামী লীগ), তানজিলুর রহমান এনাম(আওয়ামী লীগ), সোহেল সাঈদ (আওয়ামী লীগ)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৪জন। এরা হলেন, হাজী অ্যাডভোকেট আব্দুল মজিদ,(বিএনপি) অ্যাডভোকেট শাতিল মাহমুদ, (বিএনপি), মনোয়ার হোসেন মুকুল (আওয়ামী লীগ) ও আরিফুল ইসলাম রিপন (আওয়ামী লীগ)।
এবারের নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া আদালত চত্বর গত কয়েকদিন টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রার্থীদের ভোটের ক্যাম্প ভাঙচুর করা হয়। গত কালও আদালত চত্বরে বহিরাগতরা বিক্ষোভ মিছিল করে। এতে করে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ভোট চলাকালেও প্রার্থী ও সাধারণ ভোটাররা রয়েছেন আতঙ্কের মধ্যে। ভোট গণনা না হওয়া পর্যন্ত সবাই রয়েছেন আতঙ্কের মধ্যে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.