

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সিনিয়র আইনজীবি এ্যাডঃ হারুন উর রশিদ ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডঃ মোঃ সোহেল খালিদ ১০৮ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাডঃ মোঃ ফখরুল আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে সিনিয়র-সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী এ্যাডঃ আব্দুর রহমান ১২৮ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এ্যাডঃ খ ম আরিফুল ইসলাম রিপন ১৬৭ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ নাজমুন নাহার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এ্যাডঃ আব্দুস সাত্তার শাহেদ ৯৯ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা আইনজীবি সমিতির হল রুমে এ ভোট গ্রহন অনুষ্টিত হয়। এবারের নির্বাচনে ৪৬০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
কমিশন সুত্র নিশ্চিত করেছেন এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন-সিনিয়র আইনজীবী এ্যাড. কে. এম. আব্দুর রউফ এবং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন এ্যাড.মোস্তফা সামসুজ্জামান ও এ্যাড. মোঃ আল মুজাহিদ হোসেন (মিঠু)।
নির্বাচনে প্রকাশ্যে দুটি প্যানেলের প্রার্থী-কর্মী সমর্থকরা দল বেধে ভোট প্রার্থনা করেছেন গত এক মাস যাবত।